অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || বাগেরহাটে পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই আদেশ প্রদান করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
নবনিযুক্ত পুলিশ সুপার মো.তৌহিদুল আরিফ বিসিএস ২৫ ব্যাচের। এর আগে তিনি টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে তিনি খুব শীঘ্রই যোগদান করবেন।
এর আগে ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খানকে বদলি করে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে জন নিরাপত্তা বিভাগ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।