বেনাপোল (যশোর)সংবাদদাতা || যশোরের শার্শায় মাদক ব্যবসায়ী ভূমিদূস্যু নজরুলের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসি।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নাভারনের কাজিরবেড় গ্রামে ভুমিদস্যু নজরুলের বাড়ির সামনে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী পুরুষসহ সর্বস্তরের সাধারন মানুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসি জানান,জমি দখল করাকে কেন্দ্র করে, ভুয়া কাগজ দাখিল করে ভূমি সংক্রান্ত বিষয়ে মিথ্যা মামলা দায়ের করে,বছরের পর বছর হয়রানি করা হয়। মাদক ব্যবসা,ব্যক্তিমালিকানা,,সরকারি জমি দখল করা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নজরুল ইসলাম। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না।কেও তার বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে বিভিন্ন হয়রানি মুলক মিথ্যা মামলা দায়ের করতেন নজরুল।নজরুলের বিরুদ্ধে ফৌজদারি মাদক মামলাসহ ৮ মামলা চলমান রয়েছে। সে ক্ষমতা জোরে বিভিন্ন সময়,বিভিন্ন অপরাধ মূলক কর্মান্ডের সাথে জড়িত, প্রশাসনিক ভাবে অনুসন্ধান চালালে,তার বিরুদ্ধে অনেক দূর্নীতি ও কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যাবে বলে দাবি করেন এলাকাবাসী।
এসময় মাদক ব্যবসায়ী ও ভুমি দস্যু নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবী করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নজরুলের বাড়ীর সহ গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।