মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || খুলনা সংসদীয় ৬ আসনের পাইকগাছা-কয়রার সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চাল,তেল,ডাল উদ্ধার করেছেে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিট্রেট ইফতেখারুল ইসলাম শামিম।
মঙ্গলবার দুপুরে আগড়ঘাটাস্থ নিজ বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়। সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারকালে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাসিবুর রহমান,থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ওবাইদুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম বলেন, খবর পেয়ে সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চালসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। যাতে চাল, ডাল, তেল, চিনি, লবনসহ কয়েক প্রকার ত্রান সামগ্রী রয়েছে। সর্বশেষ উদ্ধারকৃত মালামাল ত্রাণ শাখায় জমা করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।