বেনাপোল প্রতিনিধি || যশোরের শার্শায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষে উত্তম কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও থানা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। বুধবার ২৮শে আগস্ট সকালে বিক্ষোভ মিছিলটি যশোর বেনাপোল মহাসড়কে শার্শা বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিন শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিলে অংশ নেয় এবং শ্লোগানে,শ্লোগানে মুখরিত করে এক দফা, এক দাবি উত্তম তুই, কবে যাবি।স্বৈরাচারী দুর্নীতিবাজ অধ্যক্ষ উত্তমের পদত্যাগ চাই,এমন শ্লোগানে লেখা বিভিন্ন রংবেরঙের ফেস্টুন ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এবং দুর্নীতিবাজ প্রিন্সিপালের দ্রুত পদত্যাগ করে কলেজ থেকে বিদায় নেওয়ার আল্টিমেটাম দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন প্রিন্সিপাল উত্তম কুমারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে কলেজে নিয়োগ বাণিজ্য,বরাদ্দে টাকা আত্মসাৎ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের দমন করা সহ অসুস্থ শিক্ষার্থীদের ক্লাসে আসতে দেরি হওয়া ও ক্লাসে অনুপস্থিত হলে হয়রানি ও দমন পিড়ন করা সহ অনেক অভিযোগ রয়েছে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে।
কলেজ থেকে দুর্নীতিবাজ অধ্যক্ষ উত্তম কুমারের অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।