মোঃ রুবেল শেখ:দিঘলিয়া প্রতিনিধি || হাবিবুর রহমান শেখ,পিতা মৃত হাসেম শেখ,গ্রাম-লাখোহাটি, বারাকপুর,দিঘলিয়া,খুলনা। উপজেলার লাখোহাটি মৌজায় আর এস খতিয়ান-৩৯৪৬. ১৫৭৫.১৫৭৫.২৫৪৫.৫৯৩, কয়েকটি দাগের দাগ নং- ১০৩৫৮. ১০৩৬৬.১৩৩৪৪,১০৩৬৮ বিভিন্ন সময়ে,সর্ব মোট ২০২ শতাংশ জমি খরিদ করেন,এবং শান্তিপূর্ণ পরিবেশ ভোগদখল করিতে ছিলেন।
উক্ত হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, ২০১৫ সাল থেকে ভূমিদস্যুরা আমার মালিকানা জমির উপর নজর দেয়। আমি আমার জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন সহ-তত্কালীন সরকারের রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হই, ভুমি দস্যুরা প্রভাবশালী হওয়ায় ও তত্কালীন সরকারের মদদ পুষ্ট হওয়ায় আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হই। আমি মহামান্য আদালতে মামলা দায়ের করা হয়, আদালতের রায় আমার পক্ষে আসে, ভুমি দস্যুরা আপিল বিভাগের শরনাপন্ন হলে সেই রায় ও আমার পক্ষে আসে।
বিবাদী পক্ষ আরো ক্ষিপ্ত হয়ে, উপজেলা প্রশাসন ও নেতাদের ম্যানেজ করে ও সাবেক উপজেলা চেয়ারম্যান এর নেতৃত্বে ২০২২ সালে আমার ঘেরের মধ্যে দিয়ে বেড়িবাঁধ দিয়ে ৫০ শতাংশ জায়গা জমি দখল করে নেয়। একই এলাকার মৃত্যু আলতাব ফারাজি র ৫ ছেলে-তায়েব ফারাজি, আজিবর ফারাজি,কুদ্দুস ফারাজি, মুজিবুর ফারাজি।
হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, তত্কালীন সরকারের রাজনৈতিক নেতাদের সঙ্গে হাত মিলিয়ে আমার ক্রয়কৃত জমি ভূমিদস্যু রা আমার জমি দখল করে ক্ষান্ত হননি-আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে। আমি আমার ক্রয়কৃত জমি উদ্ধার সহ-ভোগদখল করিতে পারি বর্তমান সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আমার দাবি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।