বেনাপোল প্রতিনিধি || যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১শত বোতল ফেনসিডিল সহ শেখ মফিজুর রহমান মফিজ নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে, ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যুরা। জানা যায়, আটক মফিজুর বাংলাদেশ ছাত্রলীগ শার্শা উপজেলা শাখার সাবেক সভাপতি ও বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও অনলাইন নিউজ পোর্টালে বেনাপোল প্রতিনিধি হিসেবেএক সময় কর্মরত ছিলেন।
৩১ আগস্ট শনিবার বিকালে বুঝতলা টু পান্তাপাড়া নামক স্থানে থেকে ফেনসিডি ও মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়। আটক মুফিজ বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত শেখ শওকত আলীর ছেলে। আমরা খালি চেকপোস্ট কোম্পানি কমান্ডার মনিরুল ইসলাম জানান, বেনাপোল সীমান্ত দিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে গ্রামের রাস্তা ব্যবহার করে ফেন্সিডিল বহন করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজেপি সদস্যরা পান্তাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মফিজকে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক ফেনসিডিল ও মোটরসাইকেল আনুমানিক মূল্য প্রায় দু লক্ষ টাকা।
তিনি আরো জানান,বেনাপোল যশোর মহা সড়কের আমড়াখালী চেক পোস্টে করাকরি নজরদারি আরোপ করায়, মাদক কারবারিরা গ্রামের রাস্তা ব্যবহার করছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।