পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর || যশোর, কেশবপুরে বৃষ্টি ও হরিহর নদের উপচে পড়া পানিতে জলাবদ্ধ হয়ে পড়া অসহায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর-২৪) বিকেলে কেশবপুর সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে পৌরসভার বিভিন্ন এলাকার ২০০ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের স্বেচ্ছাসেবী বাবু বিশ্বাস, নাইম হোসেন, সুজন হোসেন, জুবায়ের হাসান রাকিব, এস এম সাগর হোসেন, এনামুল কবির সবুজ, গোলাম কিবরিয়া, আল আমিন বিশ্বাস, বিশ্বাস জাহিদ হাসান, শেখ মাহিদুল হাসান, তুহিন রেজা, রনি ইসলাম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, নাজমুল হাসান, সাজু, রাসেল, সজল, নয়ন হোসেন, আজমুল, আব্দুল্লাহ, আবিদ হাসান, কামরুজ্জামান রাজু প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও তেল। পৌরসভার জলাবদ্ধ এলাকার মানুষেরা ত্রাণ সামগ্রী পেয়ে খুশি প্রকাশ করেন।
এর আগে গত শুক্রবার স্বেচ্ছাসেবীরা পাইকগাছা উপজেলার হরিণখোলা এলাকার বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে এ ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে বলে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।