নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জহুরুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কাশেম, শেখ মতিয়ার রহমান, শাহাবুদ্দিন ফকির, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ইউএনও মোঃ জহুরুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, লোহাগড়া উপজেলার বর্তমান নির্বাহী অফিসার জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সততা, দক্ষতা এবং জনসেবা মূলক কর্মকাণ্ডে উপজেলার মানুষ অত্যন্ত সন্তুষ্ট। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করে আসছেন। তাই মাননীয় প্রধান উপদেষ্টার সু দৃষ্টি কামনা করেছেন বক্তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।