বেনাপোল প্রতিনিধি || যশোরের শার্শায় নিখোঁজের ১৩ ঘণ্টা পর স্কুল ছাত্র হামিম হোসেন (৬)এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
৭ই সেপ্টেম্বর শনিবার ভোর পাঁচটার দিকে বেলতা পন্ডিত পুর গ্রামের কাঠের সেতুর পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার পন্ডিত গ্রামের রুহুল আমিনের ছেলে ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
গত শুক্রবার দুপুরে পরিবারে সকলের অজান্তে একটি বাইসাইকেল ও পায়ে জুতা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
তাকে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে ও খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়দের কাছে জানতে পারে বাড়ির পাশে বেলতা পন্ডিত পুুর কাঠের শাকোর পাশে তার ব্যবহৃত বাইসাইকেল ও জুতা পড়ে আছে।
শুক্রবার দুপুর থেকে স্বজনরা খোঁজাখুঁজি করেও রাত পর্যন্ত তার কোন সন্ধান না পাওয়াই, শনিবার ভোর পাঁচটার দিকে গ্রামের খালের উপর অবস্থিত কাঠের সেতুর পাশে হামিমের মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় হামিমের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।