মোঃ ফসিয়ার রহমান // “পাইকগাছার মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সোলাদানা ইউনিয়ন পাঠক ফোরামের আয়োজনে ১৩ই রমজান শুক্রবার পাইকগাছা ভিলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডাঃ প্রশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য – জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা, মোহাঃ শেখ শহীদ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা, মোহাঃ শেখ শহীদ উল্লাহ বলেন, মুক্তিযুদ্ধকে জানা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে বই পড়ার বিকল্ল নেই।
সে কারণেই মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে সোলাদানা ইউনিয়নে পাঠক ফোরাম গঠন করা হল। পর্যায়ক্রমে পাইকগাছা উপজেলার সকল ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের পাঠক ফোরাম গঠন করার পাশাপাশি প্রয়োজনীয় বই সরবরাহ করা হবে।
সোলাদানা পাঠক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সম্পাদক প্রভাষক মনোরঞ্জন, প্রভাষক মমিন উদ্দিন,পাঠাগাররে সহ-সভাপতি রফিকুল ইসলাম।
সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রভাষক সুনীল কুমার মন্ডল, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সদস্য বৃন্দ। ও সোলাদানা পাঠক ফোরামের সভাপতি ডাঃ কৃষ্ণপদ মন্ডল সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।