এস.এম.শামীম দিঘলিয়া, খুলনা || দিঘলিয়া উপজেলার হাজীগ্ৰামে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। আহত শিক্ষার্থী মোঃ মুজাহিদুল ইসলামের পিতা মাদ্রাসার অধ্যক্ষের কাছে বিচার না পেয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার হাজীগ্ৰাম হাতেমিয়া বাহারুল উলুম মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুর রহমান, মোঃ হুসাইন শেখ দুই জনে মিলে রবিবার রাতে আমার পুত্র মোঃ মুজাহিদুল ইসলাম (১১) কে পিটিয়ে মারাত্মক জখম করে। গতকাল সোমবার আমি খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে জানতে পারি পড়া না পাড়ার কারণে আমরা পুত্রকে অমানুষের মতো পিটিয়ে মারাত্মক যখন করেছে। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিনারুল ইসলাম কে বিষয়টি জানালে তিনি কোন ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেছেন এবং উল্টো আমাদের ভয়-ভীতি প্রদর্শন করে হুমকি দিয়েছে।
মাদ্রাসা অধ্যক্ষের এমন আচরণের জন্য আমরা আইনি সহায়তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি বলে জানান ছাত্রের পিতা আব্দুল হান্নান। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিনারুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে মুজাহিদুল ইসলামের পিতা ও তাদের অভিভাবকদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছি কিন্তু তারা আমার কথা না শুনে থানায় অভিযোগ দিয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।