মোঃ রাজু হাওলাদার || খুলনার রূপসায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে দেশি বিদেশি অস্ত্রসহ দুজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলার রুপসা উপজেলাধীন খেজুর তলা ঘাট সংলগ্ন এলাকায় রূপসা কোস্ট গার্ড স্টেশনের যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় ১১ সেপ্টেম্বর বুধবার রাতে ।
এসময় দুর্ধর্ষ সন্ত্রাসী আসিফ মাহমুদ ও তার বিশ্বস্ত সহযোগী শেখ মাহমুদ হাসানকে একটি অবৈধ বিদেশি নাইন এমএম পিস্তল ও দুইটি ফাঁকা ম্যাগাজিন জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রূপসা থানা পুলিশের সাথে একাধিক আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করে আরও ০২টি ওয়ান শুটার গান, ০৩টি দেশীয় তাজা হাত বোমা ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ রূপসা থানায় হস্থান্তর করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।