পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের মঙ্গলকোটে ]সর্প দংশনে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামের আব্দুল আজিজ সরদারের মেয়ে এবং মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রণীর ছাত্রী রুমকি খতুন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সাপে দংশন করে কিন্তু ইদুরে কামড়িয়েছে মনে করে সময় অতিবাহিত হওয়ায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। বিবাহিতা রুমকি খতুনকে ওই দিন তার পিতার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিদ্যালয় থেকে এবং এলাকা ইউপি সদস্য কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। বুধবার সকালে জানত পেরে তার বিদ্যালয়ের সকল শিক্ষক/কর্মচারী দেখতে যান এবং গভীরভাবে সমবেদনা জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।