এস.এম.শামীম খুলনা || স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ,কয়েক ঘন্টার ব্যবধানে পানির নিচে কুমিল্লা,ফেনী,নোয়াখালী সহ দেশের কয়েকটি জেলা। পানি বন্দী বিপর্যস্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা সমুন্নত রাখতে ছুটে যায় কানাডা থেকে পরিচালিত তাবাসসুম ফাউন্ডেশনের প্রতিনিধি দল। পরিচালনা করে ফ্রী মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ কর্মসূচী।
ফ্রী মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন তাবাসসুম ফাউন্ডেশন ফ্রাইডে ফ্রী ক্লিনিক,যশোর-এর নিয়মিত চিকিৎসক ডা: ইমরান নাজির ও ডা: আসমা সাদিয়া রিমি।পর পর দুইটি ধাপে ফেনী ও লক্ষ্মীপুর জেলার কয়েকটি প্লাবিত গ্রাম ও আশ্রয়কেন্দ্রে পরিচালিত হয় সেবা কার্যক্রম।
১ম ধাপে ২৮ ও ২৯ শে জুলাই ২০২৪ ফেনী জেলার সোনাগাজী ও ফুলগাজী এবং ২য় ধাপে ১১ই সেপ্টেম্বর ২০২৪ লক্ষ্মীপুর জেলার মান্দারী বাজার সহ বন্যা কবলিত কয়েকটি অঞ্চলে পরিচালিত হয় ফ্রী মেডিকেল ক্যাম্প। চিকিৎসক ও ঔষধ সেবার পাশাপাশি জরুরী প্রয়োজনে বিনামূল্যে এম্বুলেন্স সার্ভিসও দেওয়া হয়। উক্ত মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচী থেকে সেবা গ্রহণ করেন বন্যা আক্রান্ত সহস্রাধিক মানুষ।
এছাড়াও বিতরণ করা হয় শুকনা খাবার,বস্ত্র,আয়োজন করা হয় গনভোজের। স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচী সম্পর্কে জানতে চাইলে তাবাসসুম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যশোর জেলার কৃতী সন্তান ও কানাডিয়ান নাগরিক মাসুম হোসেন জানান,”আমি পেশায় একজন ফার্মাসিস্ট,স্বদেশের প্রতি দায়িত্ববোধ থেকে দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ,আমি পেশায় একজন ফার্মাসিস্ট হওয়ায় সর্বদা চেষ্টা করে চলেছি বিভিন্ন কার্যকর উদ্যোগ ও প্রচেষ্টার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অংশ নিতে। আমি তাবাসসুম ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং বিশেষভাবে এসোসিয়েশন অফ বাংলাদেশী ফার্মাসিস্ট ইন কানাডা এবং কে আর এস হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের তরুণদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই; যাদের নিরলস শ্রম ও সহযোগিতায় আমরা আমাদের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারি। দেশের ও দেশের মানুষের প্রয়োজনে কাজ করে যাওয়ার জন্য আমরা বদ্ধ পরিকর। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের স্লোগানকে বুকে ধারণ করে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে মানবসেবায় কাজ করে যেতে চাই সামনের দিনগুলোতেও।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।