মোঃ আমজাদ হোসেন,নওগাঁ প্রতিনিধি || নওগাঁর মান্দায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী সামাদ আলী আক্ন্দ (৭৮) বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলা ১৩নং কসব ইউপি মিঠাপুর এলাকার ঘুলহাড়িয়া নামক স্হানে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তি তুড়ুক বাড়িয়া গ্রামের আকন্দ পাড়ার মৃত ছবের আলী আকন্দের ছেলে সামাদ আলী আক্ন্দ। তিনি পেশায় একজন কৃষক। অপরদিকে মোটর সাইকেল আরোহী হলেন একই গ্রামের মৃত আলীর ছেলে মহব্বত আলী।
এবিষয়ে কসব ইউপির ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলীর সাথে মুঠোফোনে কথা হয়, তিনি বলেন, ঘটনাস্হলে পুলিশ এসে দুই পক্ষকে ডেকে নিঃস্পত্তির চেষ্টা করছে।
স্হানীয়রা জানান,মোটরসাইকেল আরোহী বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালোনোর কারনেই এ দূর্ঘটনা ঘটে।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনছুর রহমান বলেন, ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।