আমজাদ হোসেন,নওগাঁ || নওগাঁর মান্দায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় অবস্থান ও বিক্ষোপ কর্মসূচিতে অবস্থানরত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা বলেন,নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও মহাপরিচালক এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের সভাপতি ও রেজিস্ট্রারের পদ থেকে প্রশাসনিক ক্যাডারদের অপসারণ এবং এসব পদে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স নিয়োগের দাবি জানায় ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।