ইমরুল ইসলাম ইমন,খুলনা || খুলনার দাকোপ,বটিয়াঘাটায়, আত্মঘাতী সেলো মেশিন,অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের রমা রমা ব্যবসা চলছে।স্থানীয় কয়েকজন ব্যক্তি বহাল তবিয়াতে বিভিন্ন নদী ও খাল থেকে মাটি ও বালু উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে আসছেন।পাশাপাশি চলছে কৃষি জমি ভরাট করে জমা-জমির প্লট ব্যবসা।নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রশাসনের নাগের ডগায় এই উৎসব চললেও দেখার কেউ নাই।ফলে সুন্দরবন উপকূলবর্তী এলাকাটি পরিবেশের বিরূপ প্রভাব দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়,দাকোপ উপজেলায় সরকারিভাবে কোন বালু মহল নাই,তারপরও থেমে নাই অবৈধভাবে বালু উত্তোলন।স্থানীয় কাজীপাশা,ভদ্রা,চনকুড়ি,পশুর,সুতারখালি, ঢাকি,শিবসা,নদী থেকে ইচ্ছামতো বালি,মাটি উত্তোলন করা হচ্ছে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড ওফদা বেড়িবাদ সংলগ্ন স্থান/ খাল থেকে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে এই আত্মঘাতী স্যালো মেশিন দিয়ে। এর ফলে কৃষিজমির পরিমান কমে যাচ্ছে বলে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ।অধিক লাভের আশায় সদ্য গজিয়া উঠা কয়েকজন নেতার মুনাফা লাভের আশায় বলু উত্তোলনের প্রতিযোগিতায় এই রমরমা ব্যবসা। প্রতিদিন লক্ষ লক্ষ ঘনফুট বলু উত্তোলন করে ধানের জমি ভরাট,সড়কসহ বিভিন্ন স্থানে/ স্থাপনায় ২ টাকা ঘন ফুট থেকে ৮ টাকা ঘনফুট দরে বিক্রি করে মোটা অর্থ হাতিয়ে নিচ্ছে এই চক্রটি। কোন কোন স্থানে আবার রাস্তার উপর ইট,বালু,খোয়া,দিয়ে পাইপলাইন করে বালু উত্তোলন করছেন,ফলে যানবাহন চলাচলের বিঘ্নিত ঘটছে।কথিত ঠিকাদার,ব্যবসায়ী,জনপ্রতিনিধিরা এই নিম্নমানের বালু দিয়ে বিভিন্ন স্থাপনার কাজ করছেন।
খোঁজখবর নিয়ে জানা গেছে চালনা,বাজুয়া,কৈলাসগঞ্জ,বেশ কয়েকটি পয়েন্টে বালু উত্তোলন চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।