খুলনার খবর || চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশের সুখ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে থাকলেও বর্তমানে ইলিশের চড়া দামের কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেক ক্রেতাসাধারন। ক্রেতাদের মতে, প্রতি কেজিতে আরও ২০০ থেকে ৩০০ টাকা কমালে তবেই তা ক্রয়ক্ষমতার মধ্যে আসবে।
চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, শত শত খুচরা ক্রেতা ও বিক্রেতার ভিড়। সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত চলে ইলিশের পাইকারি ও খুচরা বিক্রি।
ঢাকা থেকে আসা পাইকারি ক্রেতা বলেন, চাঁদপুরে ইলিশ কিনতে এসে ধারণার বাইরে দাম। প্রতি কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দাম। ঢাকায় যেখানে ১ হাজার ২০০ টাকার ইলিশ, চাঁদপুরে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
খুলনার ক্রেতা মোসলেম বলেন,এখানে ইলিশের দাম অনেক বেশি।খুলনাতে নিয়ে বিক্রি করলে ১৮০০ টাকা কেজিতে বেচতে হবে।
বিক্রেতারা বলছেন, ইলিশের ভরা মৌসুম হলেও নদীতে তুলনামূলকভাবে ইলিশ কম ধরা পড়ছে।সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে ইলিশের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে সব মিলিয়ে ইলিশের দাম চড়া হয়ে উঠেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।