নিউজ ডেক্স || গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে সংস্কার কাজের জন্য আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ১৪ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই মেরামতকালীন সময়ে বিমানবন্দরের সকল ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,রানওয়ে রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে রানওয়ে সেন্টারলাইন লাইটস, টাচ ডাউন জোন লাইটস, এবং রানওয়ে-১৪ ও ৩২ এর স্টপওয়ে লাইটিং সিস্টেমের ইনস্টলেশন কাজ সম্পন্ন করা হবে। এ কারণে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট এয়ারলাইনস ও সংস্থাগুলোকে ইতিমধ্যেই নোটাম (Notice to Airmen) জারি করা হয়েছে। এই মেরামত কাজের ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে সকল এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
যাত্রীদের জানানো হয়েছে যে,তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সাথে যোগাযোগ করতে হবে এবং ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে যাত্রীরা বিমানবন্দর (কল সেন্টার) – ১৩৬০০ নম্বরে কল করতে পারবেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সর্বদা বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।