নড়াইল প্রতিনিধি || ঢাকা সহ দেশের ৩০টি স্থানে মেডিকেল ডিসপেনসারির শুভ উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান।
মঙ্গলবার (১লা অক্টোবর) সকাল ১০টায় লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর ইসমাইল রেসিডেনসিয়াল ভবনে,সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (ও এসপি,এসজিপি,পিএসসি) ভার্চুয়ালে কথা বলে একই সাথে দেশের বিভিন্ন জেলায় ৩০টি মেডিকেল ডিসপেনসারি শুভ উদ্বোধন করেছেন।মেডিকেল ডিসপেনসারি থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা সহজেই চিকিৎসা সেবা নিয়ে আরোগ্য লাভ করতে পারবেন।
উক্ত মেডিকেল ডিসপেনসারি উদ্বোধনে উপস্থিত ছিলেন, যশোর সোলজার বোর্ডের ক্যাপ্টেন জামান,সার্জেন্ট মোস্তাফিজ (হেড ক্লার্ক),লেফটেন্যান্ট কমান্ডার এস এম শাহিদুল করিম যশোর সশস্ত্র বাহিনী বোর্ড,লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এর আর এম ও ডাঃ আব্দুল্লাহ আল মামুন। নড়াইলের রিটায়েড আর্মস ফোর্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সদস্য সার্জেন্ট ফরিদুজ্জামান অব:(সভাপতি)সিনিয়র ওয়ারেন্ট অফিসার নওশের অব:(সাধারণ সম্পাদক) সার্জেন্ট ইবাদত(অব:)সার্জেন্ট চুন্নু মোল্লা (অব:),ক্যাপ্টেন শহীদুল্লাহ (অব:),ক্যাপ্টেন আব্দুল্লাহ (অব:),সার্জেন্ট মফিজ (অব:),সার্জেন্ট মনিরুজ্জামান (অব:),সার্জেন্ট মনির খান (অব:), সার্জেন্ট হামিম কাজী (অব:)সহ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।