এস.এম.শামীম দিঘলিয়া || বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্ময় পরিষদ দিঘলিয়া উপজেলার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও স্থানীয় প্রশাসনে নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারন করার দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করেন।
দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্ময় পরিষদের উদ্যোগে গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় দিঘলিয়া উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি ও স্থানীয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্ময় পরিষদের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, কেন্দ্রীয় সহ সভাপতি প্রধান শিক্ষক সমিতি লিপি আফরিন, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুল ইসলাম, সেক্রেটারী শোয়াইব হোসেন রানা, সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা অধীর কুমার কুন্ডু সহ প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।