অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || বৈষম্য দুর করে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন মোংলা উপজেলার শিক্ষকরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মোংলা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয়ক পরিষদ, মোংলা উপজেলা শাখা।
এ মানববন্ধনে শিক্ষকরা বলেন,অষ্টম শ্রেণী পাস একজন সরকারি কর্মচারী গাড়ি চালক তারা শিক্ষকদের চেয়ে বেশি বেতন পান। অথচ অনার্স-মাস্টার্স পাস করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১৩’তম গ্রেডের বেতন পান। এটা চূড়ান্ত অসম্মানজনক। এ বৈষম্য দূর করতে হবে। যেহেতু শিক্ষকরা মানুষ ও জাতি গড়ার কারিগর, সেই কারণে তাদের জীবনমান উন্নয়নেও সরকারকে নজর দিতে হবে। তাই বর্তমান অন্তর্বতী সরকারের কাছে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০’ম গ্রেডে উন্নীত করার জোর দাবি জানান তারা।
এ মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন,সরকারি প্রথমিক বিদ্যালয়ের মোংলা উপজেলা কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আসমা খাতুন, সমন্বয়ক মাহমুদা সুলতানা, বায়েজিদ হোসাইন, নূর আলম জোমাদ্দার প্রমুখ।
এ মানববন্ধনের পরবর্তীতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।