খুলনার খবর || ৫ অক্টোবর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষা জাতীয়করণের একদফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কর্ণধর কিংবদন্তি শিক্ষক নেতা সেলিম ভূঁইয়ার নেতৃত্বে সারা দেশ থেকে লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী ঢাকা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে সমবেত হওয়ার লক্ষ্যে গত কাল রওনা হয়েছে।
বিগত সরকারের সময় সরকারের পৃষ্ঠপোষক শিক্ষক নেতাদের প্রতারণার কারণে তাদের উপর বেসরকারি শিক্ষক কর্মচারীরা ক্ষুব্ধ ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষক কর্মচারীদের আস্থার প্রতীক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের বেসরকারি শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়েছে।
এ দিকে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল,মাশিসের মহাসচিব মাওলানা বায়েজিদ হোসাইন,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অধ্যাপক শফিকুল আলম,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি খুলনা জেলা শাখা সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম,বাংলাদেশ শিক্ষক সমিতি খুলনা জেলার শাখার সভাপতি মোঃ দাউদ ও সাধারণ সম্পাদক রশিদ শাওন,বাংলাদেশ শিক্ষিকসমিতি খুলনা জেলা শাখা সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ,মাদ্রাসা শিক্ষক সমিতি খুলনা জেলা শাখার সভাপতি মোঃ গোলাম মোস্তফা , বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি খুলনা জেলা শাখার যুগ্ম সম্পাদক অধ্যাপক মফিজুল ইসলাম,সাধারণ সম্পাদক গাজী ইমামুল হক,সাংগঠনিক সম্পাদক শেখ মঈন উদ্দিন ও মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি খালিশপুর থানা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে খুলনা জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ করা হয়েছে।
ক্লিন ইমেজের এসব শিক্ষক নেতাদের কাছে পেয়ে শিক্ষক কর্মচারীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন।ফলে বাংলাদেশের যেকোন জেলার চেয়ে খুলনা জেলায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট বেশি সংঘটিত ও শক্তিশালী। তাই খুলনা থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক কর্মচারী যোগ দিচ্ছেন বলে নেতৃবৃন্দ জানান।
এদিকে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষক কর্মচারী ঐক্য জোট খুলনা জেলার শাখার সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল বলেছেন , বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের একদফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।
কিংবদন্তি শিক্ষক নেতা,শিক্ষকদের প্রাণের মানুষ অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। পরীক্ষিত শিক্ষক নেতা সেলিম ভূঁইয়ার নেতৃত্বে বেসরকারি শিক্ষক কর্মচারী চাকরি জাতীয়করণ করেই ঘরে ফিরবো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।