স্টাফ রিপোর্টার || নগরীর ১৬ নং ওয়ার্ডের বয়রা রায়েরমহল এলাকার মীরের ঘাট রোডের আসর খাঁ মোড়ের ময়লা ফেলার ডাম্পিং বন্ধের জন্য মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তৃতা করেন,মোল্লা কবির, মো: মশিউর রহমান, মো: আরিফ হোসেন, মো: মফিজুর রহমান, ইকবাল হোসেন, খান হাফিজুর রহমান, শেখ হাসান, সাবিনা ইয়াসমিন, কামরুল ইসলাম, সমীর বিশ্বাস সহ আরো অনেকে।
এসময় বক্তারা দ্রুত ময়লার ডাম্পিং বন্ধের দাবি জানিয়ে ভুক্তভোগী এলাকাবাসীরা বলেন, এখানে ডাম্পিং স্টেশন তৈরি করলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। কারণ,ডাম্পিং স্টেশনের কয়েকশো গজের মধ্যেই রয়েছে মসজিদ,মাদ্রাসা ও বিদ্যালয় সহ অসংখ্য ঘরবাড়ি। যে কারণে পরিবেশ দূষণের পাশাপাশি কাক ও কুকুরের মাধ্যমে ময়লার উচ্ছিষ্ট্যাংশে বাড়িঘর নোংরা হওয়ার সম্ভাবনা বেশি। ময়নার দুর্গন্ধে মসজিদের মুসল্লিদের নামাজ পড়া, আশপাশের বাসিন্দাদের বসবাস করা, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। তাই জনস্বাস্থ্যের দিক বিবেচনা করে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। ইতোমধ্যে ডাম্পিং স্টেশন বন্ধের দাবিতে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, কেসিসি সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন বলে জানান তাঁরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।