এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা || বাংলাদেশে তুমুল জনপ্রিয় চায়না স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো খুলনাতে ফ্লাগশিপ শো-রুম উদ্বোধনের মাধ্যমে স্মার্টফোন বাজারে নতুনত্ব আনার চেষ্টা করছে।
০৬ই অক্টোবর রবিবার বিকালে এক জমকালো আয়োজনের মাধ্যমে খুলনার শীববাড়ি নিকটস্থ তেঁতুলতলায় ভিভোর ফ্লাগশিপ শোরুম উদ্বোধন করা হয়।ভিভোর অফিসিয়াল তথ্য মতে,দক্ষিণবঙ্গে এটিই ভিভোর একমাত্র ফ্লাগশিপ শোরুম,পর্যায়ক্রমে গ্রাহকসেবার মানউন্নয়নে অন্য জেলা শহরগুলোতেও ফ্লাগশিপ শোরুম খোলা হবে।বলা বাহুল্য বাংলাদেশে ফ্লাগশিপ স্মার্টফোনের চাহিদা দিনদিন বাড়ছে,তারই প্রেক্ষিতে ভিভো তাদের গ্রাহকদের নানাবিধ সুবিধা দিতেই খুলনাতে ফ্লাগশিপ শোরুমের যাএা শুরু করলো।
ভিভোর খুলনা জোনের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথে কথা বলে যানা যায়,খুলনার ফ্লাগশিপ শোরুমে ভিভোর সকল নতুন মডেলের ফোন পাওয়া যাবে পাশাপাশি পরামর্শ এবং সার্ভিস পয়েন্ট হিসেবেও গ্রাহকদের সেবা প্রদান করা হবে।খুলনাতে এদিন শোরুম উদ্বোধনে উপস্থিত ছিলেন ভিভোর ন্যাশনাল টার্মিনাল ম্যানেজার মিসেস.হোয়াইটনি,ন্যাশনাল ব্যান্ড ম্যানেজার মি.লিও,জেনারেল ম্যানেজার মি.ওয়াং,চাইনিজ সেলস্ ম্যানেজার মি.জ্যাকি ঝেং,চাইনিজ রিটেইল ম্যানেজার মিসেস.কেসি জুলি,খুলনা ডিলার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম,রিজিওনাল সেল্স ম্যানেজার
তানজিম হাসান,রিজনাল টার্মিনাল ম্যানেজার
মোহাম্মদ রুবেল চাকলাদার,রিটেইল প্রমোশনাল ম্যানেজার অ্যান্ড অর্গানাইজেশন
গাজী সুফল প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।