মোঃ রাজু হাওলাদার, খুলনা || খুলনার খানজাহান আলী থানাধীন বাইপাস সড়ক সংলগ্ন বিকেএসপি’র বিপরীতে ফুলতলা হাউসিং এস্টেট (কাশবন) এর পূর্ব পাশে ড্রেনের ভিতরে শাকিব শেখ(১৬) নামের এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
খুলনার দিঘলিয়া থানার হাজিগ্রামের পথের বাজার এলাকার শেখ কামাল হোসেনের পুত্র শাকিব শেখ।হত্যাকারী দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়,গত শনিবার বেলা ১২ টায় নিখোঁজ হয় ইজিভ্যান চালক কিশোর শাকিব।এরপর স্থানীয় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের সনাক্ত করা হয়। পরে থানা পুলিশের সহযোগিতায় আসামি দ্বয়কে গ্রেফতার করা হয়।
আসামিদের স্বীকারোক্তিতে জানা যায়, শাকিবকে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়।এরপর ব্যাটারি চালিত ইজি ভ্যান ও একটা মোবাইল ছিনতাই করা হয়। পরে মরদেহটি নগরীর খানজাহান আলী থানাধীন বাইপাস সড়ক সংলগ্ন বিকেএসপি’র বিপরীতে ফুলতলা হাউসিং এস্টেট (কাশবন) এর পূর্ব পাশে ড্রেনের ভিতরে ফেলে পালিয়ে যায় হত্যাকারিরা।
এঘটনায় খানজাহান আলী থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।