শেখ নাসির উদ্দিন, খুলনা || আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা।
আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে মহানগরীর নিরালা পার্ক প্রাঙ্গনে পেয়ারা গাছ রোপনের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।
নিরাপদ সড়ক চাই নিসচার মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, সহ-সাধারণ সম্পাদক মো. আবু মুছা, অর্থ সম্পাদক আফজাল দেওয়ান, প্রকাশনা সম্পাদক তানজীম আহমেদ, কার্যনির্বাহী সদস্য মাহমুদ হাসান সোহেল, মো. শাহ নেওয়াজ, বিপ্লবী কাজী খলিল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শেখ মেরাজ হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. এম এ সাদী, সদস্য জিহাদ আমিন আপন, মো. তামিম, নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী তানভীর আহমেদ, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রনি গাজী, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জান্নাত, সুন্দরবন আদর্শ কলেজের শিক্ষার্থী আসিফ হোসেন আরিক, খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী সাদমান সাকিব সিহাব প্রমুখ।
সভায় জানানো হয়, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ, শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতা বিষয়ে আলোচনা সভা, চালক ও জনসাধারণের মাঝে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে উৎসাহিত করা, জনসচেতনতা বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, পরিবহন শ্রমিক, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশের সাথে মতবিনিময়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আহতদের সংবর্ধনা প্রদান, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও জাহানারা কাঞ্চনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল, সড়ক দুর্ঘটনায় নিহত পারিবারগুলোর সাথে সৌজন্য সাক্ষাত, দূর্ঘটনা প্রবন এলাকায় সচেতনতামূলক ব্যানার ফেস্টুন স্থাপনসহ নানাবিধ কর্মসূচি পালন করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।