সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || খুলনা জেলার তেরখাদা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মধুপুর ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযান~২০২৪ সফলের লক্ষ্যে ৭ অক্টোবর সোমবার সকাল ১১ টার দিকে মধুপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন,মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা মৎস্য অফিসার জয়দেব পাল।সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ মোহসীন,ইউপি সদস্য মোঃ জাকির হোসেন সহ আরও অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।