মোঃ রাজু হাওলাদার,খুলনা || আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ এবং সার্বিক আইন শৃঙ্খলা প্রস্তুতি নিয়ে রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে খুলনা জেলা পুলিশের আয়োজনে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন এর সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকরা খুলনা জেলার পুলিশের এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন বক্তব্যে বলেন খুলনার সকল প্রকার কর্মকাণ্ড যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশ এবং আপনারা উভয় মিলে সাধারণ জনগণের সাহায্যে এগিয়ে আসতে পারবো। মতবিনিময় সভায় বিভিন্ন টিভি চ্যানেল পত্র পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।