নিউজ ডেক্স,ঢাকা || প্রতি বছর দুর্গাপূজায় ছুটি একদিন হলেও এবার তা বাড়িয়ে ২ দিন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।গতকাল মঙ্গলবার (০৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
দুর্গাপূজায় দুই দিন ছুটি ঘোষণা করলেও সরকারি চাকরিজীবীরা ছুটি পাচ্ছেন মোট চার দিন। মাঝখানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় বাড়তি সুবিধা ভোগ করবেন সরকারি চাকুরেরা।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন,একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। তবে এ বিষয়ে সরকার সর্তক আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।