আমজাদ হোসেন নওগাঁ || নওগাঁর মান্দায় বাংলাদেশি ও প্রবাসীদের অর্থে নির্মিত হিলফুল ফুজুল ফাউন্ডেশন এর পক্ষ থেকে একদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং,প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান,পঙ্গু রোগীকে হুইল চেয়ার প্রদান মাদ্রাসার ছাত্রদের মাঝে বস্ত্র বিতরণ সহ নানান উন্নয়নমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ১৪নং বিষ্ণুপুরে ১৪ই অক্টোবর সোমবার সকাল ১০টা থেকে শুরু হয় এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং শেষ হয় বিকাল চারটার সময়।
ক্যাম্পিং চলাকালীন চককামদেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রতিবন্ধী ও গরিব-দুঃখীদের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।
প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ লিয়াকত আলী সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম গোলাম আজম,চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লতিফ মৃধা,মোঃ চকহরি নারায়ণ শিক্ষক মাদ্রাসা মোজাফফর হোসেন ।
এছাড়াও উপস্থিত ছিলেন,চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রেজাউল,মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোশারফ হোসেন প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সহ-সভাপতি সোহরাব হোসেন সহ আরো অনেকে।
এ সময় চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন হিলফুল ফুজুল এই সংঘ পবিত্র মক্কায় প্রতিষ্ঠিত হয়। মুহাম্মাদ সা. ইসলাম পূর্বযুগে এই সংঘ প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের কাজ ছিল পীড়িতদের সাহায্যদান, দুস্থদের আশ্রয়দান এবং অসহায়দের সহায়তা করা। আশা করি ফাউন্ডেশন দ্বারা শুধু আমাদের বিষ্ণুপুর ইউনিয়নে সারা বাংলাদেশ এই ফাউন্ডেশন দ্বারা মানুষ উপকৃত হবে ।
১৪নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তাদের কষ্টে অর্জিত এই টাকা থেকে গরিব ও দুঃস্থদের মাঝে সহযোগিতা করেছেন এজন্য তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।