ইমরুল ইসলাম,খুলনা || খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পেয়েছেন আর্থিক ও প্রশাসনিক প্রধানের দায়িত্বে থাকা এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো: রেজাউল করিম। উপ-উপাচার্য নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো: হারুনর রশিদ খান এবং ট্রেজারার নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড.মো. নুরুন্নবী।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম বর্তমানে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক পদে কর্মরত ছিলেন।তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আর্বান এন্ড রিজেওনাল প্লানিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করছেন।
নিয়োগপ্রাপ্ত নতুন উপ উপাচার্য প্রফেসর ড. মো: হারুনর রশিদ খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএসসি ও এম.এসসি. শেষ করার পর ১৯৯২ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পদার্থবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।পরে ১৯৯৪ সালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা ডিসিপ্লিনে নিয়োগপ্রাপ্ত হন। প্রফেসর ডক্টর হারুনুর রশিদ খান ১৯৯৯ সালে জাপানের দ্য ইউনিভার্সিটি অফ সাগা থেকে এক্সপেরিমেন্টাল হাই এনার্জি ফিজিক্স এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ট্রেজারার পদে সদ্য নিয়োগপ্রাপ্ত বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নুরুন্নবী ১৯৯৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন থেকে বিবিএ সম্পন্ন করেন এবং ২০০৬ সালে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় থেকে স্মল বিজনেস স্টাডিজের উপর এমএসবিএস ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
উপাচার্য ,উপ উপাচার্য ও ট্রেজারার নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য,উপ উপাচার্য ও ট্রেজারার হিসেবে তাঁদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। পদে থাকাকালীন তাঁরা তাঁদের বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী তাঁদের পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদিও পাবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধান ও বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।