মোঃ ইমরান বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটা উপজেলায় মাছের ঘেরে বিষ প্রয়োগের কারনে ৩ লক্ষাধীক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার আনুমানিক ২টার দিকে রাতে উপজেলার বালিয়া ডাঙ্গা ইউনিয়নের বুজবুনিয়া গ্রামের ঘাটেরকাছে এলাকার মোহাম্মদ হালিম শেখের ঘেরে এ ঘটনা ঘটে।
ঘের মালিক মোহাম্মদ হালিম শেখ জানান,আমার নিজের ১ বিঘা জমিতে বিভিন্ন প্রজাতির সাদা মাছের চাষ করেন।বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার দিকে আমাদের এলাকার দুজন লোক মাছ ধরার কাজে নদীতে যায়। নৌকা বেধে এসে দেখতে পায়,আমার ঘেরের পাশে কয়েকজন লোক দেখা যায় সে আমাদের তাৎক্ষণিক ফোন করলে আমি রাতে ঘটনাস্থলে ছুটে আসি। দেখি আওয়ামী লীগের নেত্রী আনজিরা বেগমের ছেলে।
মামলা বাজ সন্ত্রাসী ভূমি দস্যু আওয়ামী লীগের আমল থেকে তানজিরা বেগমের প্রভাব দেখিয়ে আমাদের দীর্ঘদিন ধরে ক্ষতি সহ আমাদের নামে মিথ্যা মামলা করে আসছে, আশরাফ আলী মিঠু(৪৫),রমজান (৩০),মোস্তাফিজুর রহমান (৩৪),মোস্তাকিন (২৮),আমার সাথে বাকবিতণ্ড করে, তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়।গতকাল শুক্রবার সকালে ৭ টায় ঘেরে এসেই দেখি ঘেরের সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার তিন লক্ষাধীক টাকার মাছ মরা গেছে।
তিনি আরো বলেন,গত সপ্তাহে ঘেরে আরো মাছ ছাড়া হয়। আমার ঘেরের জিনিসপত্র চুরি হয়েছে। আমরা মাছ চাষ করার জন্য আমরা বিভিন্ন এনজিও থেকে কয়েক লক্ষ টাকা ঋন নিয়ে সাদা মাছের চাষ করে আসছি।সে ঋনগুলো এখনো চলমান রয়েছে। আমরা এখন পথে বসে গেছি। এনজিওর টাকা পরিশোধ করবো কিভাবে বুঝতে পারছি না। এ ব্যাপারে বটে আগাটা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।