পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর-২৪) সন্ধ্যায় কেশবপুরের গৌরীঘোনা বাজারস্ত বাংলাদেশ আমেরিকা মৈত্রী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত গৌরীঘোনা প্রেসক্লাবে ওই মতবিনিময় সভা হয়।
গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সবুজের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়াম্যান আমজাদ হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদ হাসান, সাধারণ সম্পাদক সরদার আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, গৌরীঘোনা বাজার কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র উপদেষ্ঠা এসএম অমেদ আলী, বিএনপির ইউনিয়ন সদস্য গাজী বাবর আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও গৌরীঘোনা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হালিম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রভাষক আবুবকর, সাধারণ সম্পাদক আব্দুল গফুর ফকির প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন,বিএনপির নেতা রেজাউল ইসলাম, আবুল হোসেন, যুবদল নেতা ইব্রাহিম শেখ, গৌরীঘোনা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল পারভেজ, সাংগঠনিক সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, দপ্তর সম্পাদক জিএম হিরোন তারেক, সদস্য হাসান, তুহিন হোসেনসহ বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গৌরীঘোনা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। উদ্বোধনী ও সমাপনী বক্তব্য রাখেন, গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সবুজ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।