আমজাদ হোসেন নওগাঁ || একজন অসহায় মানুষ মানবিক সাহায্যের আকুতি জানিয়েছেন। তিনি মান্দা উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের কীর্তলী গ্রামের জাহিদুল রহমান (৪০)। তাঁর পিতার নাম হামিদুর রহমান আকন্দ।তিনি সেলুনে কাজ কাজ করতেন।পায়ে বার্জার নামক ঘা হয়।দুই পায়ের নিচের অংশ কেটে ফেলতে হয়েছে।গত ৭ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপারেশনের মাধ্যমে পা কেটে ফেলতে হয়।
সংসারের গরু-ছাগলসহ উপার্জনের একমাত্র অবলম্বন সেলুনটিও বিক্রি করে দিতে হয়েছে।হাট-বাজার,স্থানীয় স্কুল-কলেজে সাহায্য তুলে অপারেশন করেছেন।এখন তিনি নিঃস্ব,রিক্ত,পঙ্গু। দুইটি কৃত্রিম পা লাগাতে পারলে, তিনি সেলুনে কাজ করে কোন মতে স্ত্রী,দুই সন্তান নিয়ে পেটে-ভাতে চলতে পারবেন।
কিন্তু কৃত্রিম দু’টি পা লাগাতে প্রায় লক্ষাধিক টাকার প্রয়োজন। সেই জন্য জাহিদুল দেশের দয়ালু, সামর্থবান ব্যক্তিদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন । তাঁকে সাহায্য পাঠানোর মাধ্যম হলো-(বিকাশ)মোবাইল নম্বর ০১৭৬২-৬৭৩৯৪৪। ব্যাংক একাউন্ট নং ০১০২৬৮৫০, সোনালী ব্যাংক,মান্দা শাখা,নওগাঁ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।