ইয়াকুব রাজা // খুলনায় নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোলে পড়ে আব্দুল্লাহ (৭) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শনিবার (২৩ এপ্রিল) সকালে মহানগরীর খালিশপুর পৌর সুপার (চিত্রালী কিচেন) মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ খালিশপুর বঙ্গবাসী এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, খালিশপুর পৌর সুপার মার্কেটের নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোল খোলা রেখে নির্মাণ কাজ চলছিল।আব্দুল্লাহ তার আশেপাশে খেলতে খেলতে ম্যানহোলে পড়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর অবশেষে তাকে তোলা গেলেও বাঁচানো যায়নি।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান,নির্মাণাধীন খালিশপুর পৌর সুপার মার্কেটের ম্যানহোলে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। যথা সময়ে কাজ শেষ করতে না পারায় বিশ্বব্যাংক ফান্ড বন্ধ করে দিয়েছে।যার কারণে ঠিকাদারের আর দায়িত্বে নেই। পরবর্তীতে সিটি কর্পোরেশন ও বিশ্বব্যাংক মার্কেটের কাজ করছে। আপাতাত কাজ বন্ধ রয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।