অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || ঘূর্ণিঝড় দানা ভারতের ওড়িষায় হানা দেওয়ার পর আপাতত সুন্দরবন উপকূল অঞ্চল থেকে দুর্যোগ কেটে গেছে। আতঙ্কমুক্ত হয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন সুন্দরবন উপকূল সংলগ্ন মোংলার বাসিন্দারা।
শুক্রবার (২৫ অক্টোবর) ভোর থেকে এখানকার আবহাওয়া অনেকটা স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই মোংলা বন্দর’সহ সংলগ্ন উপকূলের আকাশ রৌদ্রোজ্জ্বল। নেই বৃষ্টি ও বাতাস। শ্রমজীবীরা জীবিকার সন্ধানে বেরিয়েছেন। তবে শুক্রবারও মোংলা সমুদ্রবন্দরে ৩’নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।
অন্যদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের তথ্য মতে জানা যায়, আরও দু-একদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোংলার উপকূল অঞ্চলে।
এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়া বলেন,মোংলা বন্দরে পণ্যবোঝাই-খালাস ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে। গতকাল দুর্যোগের প্রভাবে ভারী বৃষ্টির কারণে ৭’টি জাহাজে পণ্য ওঠানামার কাজ ব্যাহত হয়েছিল। কিন্তু এখন সেসব জাহাজ থেকে পণ্য খালাস চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।