অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটের শরণখোলায় দুই সন্তানের জননী ও প্রবাসীর স্ত্রী সেলিনা বেগম (৩৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নলবুনিয়া গ্রামের বাসিন্দা সৌদিআরব প্রবাসী মো. আলমগীর হোসেনের স্ত্রী সেলিনা বেগম দীর্ঘদিন ধরে মাথায় যন্ত্রনা জনিত সমস্যায় ভূগছিলেন। ২৩ এপ্রিল দুপুরে একই ঘটনা ঘটলে মাথার যন্ত্রনা সহ্য করতে না পেরে নিজ গৃহের দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে, পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মত্যুর আসল রহস্য জানা যাবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।