এস.এম.শামীম দিঘলিয়া || দিঘলিয়ায় বীজ ও সার সরবরাহ কর্মসূচীর শুভ উদ্বোধন গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অধিদপ্তর কনফারেন্স রুমে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। এ সময় শীতকালীন বিভিন্ন প্রজাতির শাক সবজির বীজ ও সার কীটনাশক প্রদান করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এসময় দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নের প্রকৃত কৃষকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী জাহাঙ্গীর হোসেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুম বিল্লাহ, বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আরিফ হোসেন,কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম সহ-আরো অনেকে।
দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় দুইশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আবাদ ও ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে,দুই প্রকারের সার,রবি মৌসুমে উৎপাদিত- লাউ,সিম,মিষ্টি কুমড়া,বাধা কফি,ফুলকপি,মরিচ ও টমেটোর বীজ বিনা মূল্যে বিতরণ বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।