বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের কয়েকটি স্থানে সিন্ডিকেট ভাঙতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আয়োজন করেছে বিনা লাভের বাজার।সাধারণ ক্রেতাদের ছিলো ব্যাপক সাড়া।
বাগেরহাটের নূর মসজিদ মোড়,মোড়েলঞ্জ পৌরসভার কলেজ রোডে বসে এই বিনা লাভের দোকান।দোকান সজ্জিত করা হয় আলু,ডাল,ডিম,লাউ,বিভিন্ন প্রকারের শাক সবজি।
স্থানীয় এক সবজি ক্রেতা আবুল কালাম আজাদ বলেন,আমরা বাজার থেকে আলু কিনি ৬৫-৭০ টাকা কিন্তু এখান থেকে আলু কিনতেছি ৫৭-৬০ টাকা। পেয়াজ বাজারে ১৪০-১৫০ টাকা সেই পেয়াজ আমরা এখান থেকে পাচ্ছি ১৩০ টাকা আর এলসি পেয়াজ পাচ্ছি ১০৫-১১০ টাকা।সব কিছুর দাম ১০ থেকে ১৫ টাকা কমে পাওয়া যাচ্ছে।
বিনা লাভের বাজারে আসা হালিমা বেগম বলেন,আমি বাজারে যাচ্ছিলাম সবজি কিনতে তখন শুনলাম শিক্ষার্থীরা বিনা লাভের দোকান দিয়েছে।তাই এখানে আসলাম সবজি কিনতে।এসে দেখি এইখানে সবজি গুলো তাজা।তাছাড়া সব কিছুর দাম বাজার থেকে কম।আমি এখান থেকে সবজি কিনে খুশি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সদস্যদের সাথে কথা বললে তারা বলেন,আমরা ছাত্ররা সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান দিয়েছি।আমরা যে দামে এই মালামাল ক্রয় করছি ঠিক সেই দামেই আমরা বিক্রি করছি।সাথে সাথে আমরা স্থানীয় সবজি বাজার থেকে কৃষকের কাছ থেকে তাজা সবজি কিনে এখানে বিক্রি করছি।এখানে ক্রেতারা সন্তুষ্ট আশা করি খুব তাড়াতাড়ি সিন্ডিকেট ভেঙে সবকিছু সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।