মোঃ মনির খান,খুলনা || নৌকা বাইচকে ঘিরে দুপুরের পর থেকেই মানুষ জমায়েত হতে থাকেন খাল পাড়ে। সেখানে বসে কালীপূজার গ্রামীণ মেলা। দুপুরের মধ্যে বাইচে অংশ নিতে চলে আসেন নৌকাসহ মাঝি-মাল্লারা। আনন্দ-উল্লাসে মেতে ওঠেন দু-পাড়ের হাজারো মানুষ।
শুক্রবার সকাল থেকে এমন দৃশ্যের অবতারণা ঘটে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ২নং ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডে বাদামতলা খালে।
সেখানে হিন্দু সম্প্রদায়ের কালীপূজা উপলক্ষে আয়োজন করা হয় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসব।
বাদামতলা কালী মন্দির কমিটি “বিন্দু” এ বাইচ উৎসবের আয়োজন করে। দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নৌকা বাইচের তুমুল প্রতিযোগিতা।
এতে খুলনা জেলার প্রত্যন্ত গ্রামের বর্ণিল ২০টি নৌকা অংশ নেয়।বাহারি নৌকাগুলো দেখতেও ছিল দৃষ্টিনন্দন।
খালের বুক চিড়ে ঢোল,টিকারা,কাশির সংগে মাঝি-মাল্লার তালে তাদের ছুটে চলা ও বইঠার ছলাৎ ছলাৎ শব্দে মাতোয়ারা হয়ে ওঠে খালের দুই পাড়ে থাকা হাজারো দর্শণার্থী।
নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ গ্রামবাংলার লোকসংস্কৃতি। তাই তো হেমন্তের মনোরম বিকালে নদীপাড়ে বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে।বাইচকে কেন্দ্র করে নদীর দুইপাড়ে বসে মেলা। মেলার স্টলগুলোতে প্রচুর কেনা-বেচা হয়।
নৌকা বাইচ শেষে সন্ধ্যায় বাদামতলা কালী মন্দির কমিটি “বিন্দু”র পক্ষ থেকে অংশ নেওয়া বিজয়ী নৌকাগুলোর মালিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই নৌকা বাইচে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমীর ইজাজ খানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বয়ের ভাঙ্গা পশ্চিমপাড়া, দ্বিতীয় স্থান অধিকার করেন বয়ের ভাঙ্গা মধ্যপাড়া এবং তৃতীয় স্থান অধিকার করে বাদামতলা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।