মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি // মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ পতিপাদ্য বিষয়ের আলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক-জুয়া ও বাল্য বিবাহ প্রতিরোধে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে মাদক, জুয়া,বাল্যবিবাহ রোধ,আইনশৃঙ্খলা রক্ষা কল্পে শনিবার বিকেলে জামতলা সংলগ্ন শিববাড়ি মোড়ে ২নং ও ৩নং ওয়ার্ডবাসীর আয়োজনে মাদক-জুয়া প্রতিরোধ ও প্রতিরোধ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সদস্য চম্পক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,দেলুটি ইউপির বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলুটি ইউপির বিট অফিসার এস আই মোঃ তরিকুল ইসলাম, এ এস আই রফিকুল ইসলাম,৪নং দেলুটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকৃতি মোহন সরকার,ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল,মহিলা ইউপি সদস্য লক্ষ্মী রাণী সরকার।এসময় আরও উপস্থিত ছিলেন কুমুদ রায়,সুবাস চন্দ্র মন্ডল,নিরোধ মিস্ত্রি সহ দেলুটি ইউপির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান,সমাজ ভাল হলে,পুলিশ ভাল হতে বাধ্য। এক সময়ে বৃটিশ আমলে শাসন-শোষনের জন্য পুলিশের জন্ম হয়। এখন অবস্থার পরিবর্তন হয়ে সেই পুলিশ জনতার কাতারে পৌছে মানুষের সেবার কাজে নিয়োজিত রয়েছে। তিনি মাদক-জুয়া, বাল্য বিয়ে সহ যে কোন অপরাধ প্রবনতা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ ও সমাজ সচেতন ব্যক্তিদের পুলিশকে সহয়তা করার অনুরোধ করেন।
উল্লেখ্য দেলুটি ইউপির ২নং ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য চম্পক কুমার বিশ্বাসকে আহবাহক ও ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডলকে সদস্য সচিব করে ১০১ বিশিষ্ট মাদক-জুয়া প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।