ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রবিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ মাছ ধরা।পদ্মা,মেঘনা ও তেতুলিয়া নদীতে ২২ দিন বিরতির পর শুরু হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ ধরা। আগামীকাল রবিবার রাত ১২টার পর থেকে জাল,নৌকা ও ট্রলার নিয়ে ইলিশ শিকারে নদীতে নামবেন জেলেরা।
এদিকে উপকূলের ঘাটে ঘাটে চলছে জেলেদের শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘাটে ঘাটে জেলেদের কর্মব্যস্ততার চিত্র দেখা গেছে। কেউ জাল বুনছেন,কেউ মেরামত করছেন নৌকা। খাবার, জ্বালানিসহ প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছেন জেলেরা।
মৎস্যবিভাগ বলছে, অভিযান সফল হওয়ায় এবার ইলিশের উৎপাদন বাড়বে। কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পেলে ঘুরে দাঁড়াতে পারবে জেলে পরিবারগুলো।
জেলেরা জানান,২২ দিন নদীতে মাছ ধরতে না পারায় বেকার থাকতে হয়েছে। এ সময়ে ধার-দেনা করে জীবনযাপন করতে হয়েছে। কাঙ্ক্ষিত পরিমাণ মাছ ধরা পড়লে ধার-দেনা পরিশোধ করে ঘুরে দাড়াতে পারব।
ইলিশা ঘাটের আড়ৎদার সাহাবুদ্দিন বলেন, জেলেরা নদীতে নামবেন সেই প্রস্তুতি নিচ্ছেন। তারা মাছ পেলে ঘাটগুলো সরগরম হয়ে উঠবে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন,রবিবার রাত ১২টার পর থেকে মাছ শিকারের আর কোনো বাধা নেই। অভিযান সফল হওয়ায় এবার ইলিশের লক্ষমাত্রা ১ লাখ ৮৫ হাজার মেট্রিক টন।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন সময়ে মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা শেষ হবে ৩ নভেম্বর মধ্যরাতে।
খুলনার খবর।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।