মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন উপলক্ষ্যে ৩ নভেম্বর রবিবার সকালে নড়াইল জেলা সদর হাসপাতালে স্বাস্থ্য সেবা বিভাগ,নড়াইল-এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময়ে নড়াইল জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রশিদ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যসেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট অংশীজন, গণমাধ্যমকর্মী, রক্তদানকারী স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে রক্তদান কর্মসূচিও পালন করা হয়।এছাড়াও দিবসটি উপলক্ষ্যে সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
“এসো প্রাণের ছোঁয়ায় গড়ি রক্তের বন্ধন, চোখের জ্যোতি হয়ে উঠুক প্রাণের স্পন্দন” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।