মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছায় অস্ত্রের ভয় দেখিয়ে চিংড়ী ঘের জবর দখল ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ৩ টায় সবুজ মৎস্য খামারের মালিক মাশফিয়ার রহমান সবুজের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।মাশফিয়ার রহমান সবুজ লিখিত বক্তব্যে বলেন,উপজেলার লতা-পুতলাখালী মৌজায় তার ৭’শ বিঘার একটি চিংড়ী ঘের রয়েছে। যা জমির মালিকদের কাছ থেকে ৫ বছরের জন্য রেজিস্ট্রেশন লীজ দলিল করা।বন্ধুত্বের সম্পর্কের জেরে ২ বছরের জন্য ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্থানীয় শিবপদ সরদারের সাথে যৌথ চুক্তিপত্র করি। কিন্ত যৌথ ব্যবসা শুরু হওয়ার পর থেকে শিবপদ সরদার ঘেরের দায়িত্বে না থেকে তার সন্ত্রাসী ভাই একাধিক অস্ত্র মামলার আসামী সত্যরঞ্জনকে দায়িত্ব দেয়।
প্রথম বছর শেষ হলে হিসাব চাইলে তা না দিয়ে ঘেরের বাসায় ডেকে নিয়ে অস্ত্র ঠেকিয়ে ৩’শ টাকার স্টাম্পে স্বাক্ষর নিয়ে তাড়িয়ে দেয়। দু বছরের হিসেব মতে আসল টাকা বাদে ২০ লাখ টাকা লভ্যাংশ পাবো।সেটা দিচ্ছে না ঘের ও দিচ্ছে না। এজন্য তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।