শেখ মারুফ হোসেন, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি // “আশ্রায়ণের অধিকার শেখ হাসিনার উপহার”এই স্লোগানকে সামনে রেখে দেশের ন্যায় বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় মুজিবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ক উদ্বোধনী অনুষ্ঠানের প্রেস ব্রিফিং আনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪শে এপ্রিল রোজ রবিবার বিকাল ৩টায় কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রেস ব্রিফিং আনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিং এ জানাযায় ইতিমধ্যে আশ্রায়ণ প্রকল্পের আয়োতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ধাপে গত ২৩শে জানুয়ারী ২০২১ সারাদেশে ৬৬ হাজার ১শত ৮৯ পরিবারকে একক জমি ও গৃহ প্রদানসহ ৩৭১৫ পরিবারকে পুনর্বাসন করেছেন। ২০শে জুন ২০২১ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ২য় ধাপে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে পুনর্বাসন করেছেন।
চলমান প্রকল্পের ৩য় ধাপে আগামী ২৬ এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটের সময় সারাদেশে একযোগে ৩২ হাজার ৯০৪ পরিবারকে একক জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
প্রেস ব্রিফিং এ কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল জানান, কচুয়া উপজেলায় এ প্রকল্পের আওতায় ২৩টি ঘর হস্তান্তরের জন্য ইতিমধ্যে নির্মান কাজ সম্পূর্ণ হয়েছে। ২৩টি ঘরের মধ্যে রাড়িপাড়া ইউনিয়নের শিপপুর মৌজায় ৫টি, কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালীতে ১৮টি। এ ঘরগুলো আগামী ২৬শে এপ্রিল ২০২২ তারিখ উৎসব মুখর পরিবেশে শুভ উদ্বোধনের পর নির্বাচিত উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে। এছাড়া নির্মিত ঘর ছাড়াও ২ শতক জমির দলিল রেজিষ্ট্রেশন ও নামজারী করার কাজ প্রায় সমাপ্ত হয়েছে। ঐদিন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বাড়ি হিসাবে দলিলসহ ঘরের চাবি প্রদান করা হবে।
এসময় কচুয়া উপজেলা নির্বাহী আফিসার জীনাত মহল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার জানান বিগত সময়ের কাজের গুনগত মানের চেয়েও বর্তমান কাজের গুনগত মান আনেক ভালো হয়েছে। স্বচ্ছতার মাধ্যমে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের যাচাই-বাছাই করা হয়েছে। তারা আরো জানান আমরা একাধিক বার সরেজমিনে কাজ পরিদর্শন করেছি। প্রতিটির ব্যায় ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা ২৩টি বাড়িতে মোট ব্যয় ৫৯ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা।
প্রেস ব্রিফিং এ উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার সকল ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রদান চলমান আছে। প্রতিটি ইউনিয়নে সরকারী খাস জমি খোঁজা হচ্ছে। এছাড়াও আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দাদের সুপেয় খাবার পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংকি ও নলকূপ স্থাপনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
কচুয়া উপজেলা চেয়ারম্যন নাজমা সরোয়ার বলেন, উপজেলার বগা গ্রামে বঙ্গপসাগরে সৃষ্ট ঘূর্ণীঝড়ের কারনে নিতহ ও ক্ষতিগ্রস্থ ভূমিহীন ও গৃহহীন জেলে পরিবারের মাঝে এ প্রকল্পের মাধ্যমে আগামীতে জমিসহ ঘর দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ দিন অনুষ্ঠিত প্রেসব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, উপজেলা ভাইস চেয়ারম্যন শিকদার ফিরোজ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম, সহকারী ভূমি কর্মকর্তা তানিয়া নাজনিন, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখার আহবায়ক মীর আহসাফুর রহমান মারুফ সহ সাংবাদিক সংগঠনের কর্মরত সাংবাদিকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।