খুলনার খবর // খুলনার রূপসা উপজেলার আলাইপুর ব্রীজের কাছে সড়ক দুর্ঘটনায় যুথী পাল (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ব্রীজের ওপরে এ ঘটনা ঘটে।নিহত কিশোরী রূপসা বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী। সে একই উপজেলার পিঠাভোগ ইউনিয়নের বাসিন্দা ও বিশ্বজিত পালের মেয়ে।
প্রতক্ষদর্শী সুত্রে জানা গেছে,। সকালে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় সে। সকাল সাড়ে ১০ টার দিকে হেটেই আলাইপুর ব্রীজ পার হচ্ছিল সে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রলি ধাক্কা দিলে রাস্তার ওপরে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রলি ও চালক ইয়মিন শেখকে আটক করেছে পুলিশ।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোশারেফ হোসেন বলেন,আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে একটি ইটবাহী ট্রলি যুথী পাল নামে এক শিক্ষার্থী গায়ে সজোরে ধাক্কা দিলে সে আহত হয়। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ট্রলির চালককে আটক করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।