ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || বৃহত্তর আমরা খুলনাবাসীর হুশিয়ারি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে গল্লামারী ব্রিজের কাজ শুরু না করলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। শনিবার বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসী উদ্যোগে রাইসা ক্লিনিক সামনে গল্লামারী ময়ূর নদীর উপর নির্মিতব্য ব্রিজের কাজ বন্ধ রেখে জন ভোগান্তি সৃষ্টির প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা এসব কথা বলেন।
ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় বক্তারা আরও বলেন, দীর্ঘ দিন কাজ বন্ধ থাকায় ব্রিজ নির্মাণের বিভিন্ন উপকরণ যত্রতত্র ফেলে রেখে যেমন নষ্ট হচ্ছে, তেমনি ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধ-বৃদ্ধা অসুস্থ মানুষের চলাচল চরম ভাবে বিঘœ ঘটছে। মাঝে মধ্যে ছোট বড় দুর্ঘটনা ঘটে। অন্যদিকে দীর্ঘক্ষণ যানজট লেগে থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পোল্টি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, সাংবাদিক এম এ জলিল, সাংবাদিক মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, নাগরিক আন্দোলন খুলনার শেখ মোঃ রুহুল আমিন, বাব-এ সালাম লেন আবাসিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি মোঃ মাহবুব হোসেন সোহেল, মোঃ আলতাফ আলী, মোঃ রফিকুল ইসলাম,মোঃ মাহবুবুর রহমান শাওন, মোঃ রেজাউল হোসেন,বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আঃ সালাম, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।