মোড়েলগঞ্জ প্রতিনিধি || বাগেরহাটের মোড়েলগঞ্জে ১৮০ মন জাটকা ইলিশ,১২ লাখ মিটার কারেন্ট জাল ও দুটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে কোষ্ট গার্ড সদস্যরা।গতকাল রবিবার দুপুরে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে পানগুছি নদীর ছোলমবাড়িয়া এলাকায় ট্রলার দুটি জব্দ করে কোস্ট গার্ডের সদস্যরা। পরে ট্রলারে তল্লাশি করে ১৮০ মন জাটকা ইলিশ ও ১২ লাখ মিটার কারেন্ট জাল পাওয়া যায়।
এসময় ট্রলারে থাকা ১০ জেলেকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার আটক জেলেদের ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একই সাথে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংসের পাশাপাশি জাটকা ইলিশগুলো স্থানীয় ১৫টি এতিমখানা ও অস্বচ্ছল লোকদের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন বলেন,আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। জাটকাগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে স্থানীয় ১৫টি এতিমখানা ও অস্বচ্ছল মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। ক্ষতিকর কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।