সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || ১৭ই নভেম্বর ~২০২৪ ইংরেজি রবিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের চিত্রা মহিলা ডিগ্রি কলেজ মিলনয়তনে এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, ডিআইজি অব পুলিশ(অবঃ)মোঃ ওয়ালিয়ার রহমান।বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত সচিব (অবঃ) মোঃ গাউস ,বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও চিত্রা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি কে এম আলী নেওয়াজ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল্লাহ, সরকারি নর্থ কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু,সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সহযোগী অধ্যাপক এ বি এম অহিদুল ইসলাম,সহকারি কমিশনার (ভূমি)আঁখি শেখ,মেডিকেল অফিসার ডাঃ মৌসুমী সাহা।
কলেজের জ্যেষ্ঠ প্রভাষক প্রশান্ত কুমার বাছাড় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য সরদার আব্দুল মান্নান,কলেজের সহকারী অধ্যাপক কে এম আলী এহসান,উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু,জ্যেষ্ঠ প্রভাষক দেবাশীষ বিশ্বাস ও ছাত্রী সুরাইয়া সুলতানা সিমি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।